২৪ঘন্টা অনলাইন : জেলার বিসিক শিল্প নগরীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা আজ থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
জেলা প্রশাসক বলেন, উদ্যোক্তাদের মধ্যে মেলবন্ধন তৈরি করবে এই মেলা। তাদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পাবে। পণ্য বিপননের মাধ্যমে আর্থিকভাবে তারা লাভবান হবেন। স্থানীয় অর্থনীতি গতিশীল হবে।
বিসিক জেলা কার্যালয়ের ব্যবস্থাপক দিলরুবা দীপ্তি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিক রাজশাহী অঞ্চলের পরিচালক জাফর বায়েজীদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম এবং বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ আগরওয়ালা।
মেলায় নাটোরসহ ছয়টি জেলার উদ্যোক্তারা ৫০টি স্টলের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শন করছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।
২৪ঘন্টা/এআর