বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

ছাত্রাবাস ছাড়ছে আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত - ১৩ জানুয়ারি, ২০২৫   ০৮:৪৩ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : প্রশাসনের নির্দেশে আনন্দ মোহন কলেজের ছাত্রাবাস ছেড়ে বাড়িঘরে ফিরছে শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা ছাত্রাবাস ছেড়ে চলে যাচ্ছে। তবে  ক্যাম্পাসের পরিবেশ শান্ত হলে আবারও কলেজে ফিরে আসবে এমনটাই বলছে সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে রোববার সন্ধ্যায় ছাত্রাবাসের সিট নবায়নের ফী কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ ছাত্রদলের সাথে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়।

এ ঘটনায় আজ সোমবার সকাল ৮টার মধ্যে শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসসহ ছাত্রাবাস ছেড়ে যেতে নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন