বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

সীমান্ত সমস্যা নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব

প্রকাশিত - ১২ জানুয়ারি, ২০২৫   ১০:৫৬ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করার জন্য ঢাকা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে।

দুই প্রতিবেশী দেশের সীমান্তে বিরোধ ও উত্তেজনা বৃদ্ধির খবরের পর হাইকমিশনার ভার্মাকে আজ রোববার বিকাল ৩টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করতে দেখা গেছে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেন। প্রায় ৪৫ মিনিট ধরে তাদের এ বৈঠক চলে।

বৈঠকের পর ভার্মা সাংবাদিকদের বলেন, ‘নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে আমাদের বোঝাপড়া হয়েছে। আমাদের দুটি সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ও বিজিবি এই বিষয়ে যোগাযোগ করেছে। আমরা আশা করছি, সমঝোতা বাস্তবায়ন করা হবে এবং অপরাধ দমনে সহযোগিতামূলক পদ্ধতি গ্রহণ করা হবে।’

রাষ্ট্রদূত আরও বলেন, তিনি ও পররাষ্ট্র সচিব সীমান্তে অপরাধ, চোরাচালান ও অপরাধীদের চলাচল বন্ধ নিশ্চিত করতে এবং পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলা করার জন্য ভারতীয় প্রতিশ্রুতি নিয়েও আলোচনা করেছেন।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মন্ত্রণালয়কে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে।

বিষয়টি সমাধানের জন্য ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন