বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

বিজিবির অভিযানে আলীকদমে মিয়ানমারের ৫৮ নাগরিক আটক

প্রকাশিত - ১১ জানুয়ারি, ২০২৫   ০৮:০০ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বান্দরবানের আলীকদমের বুচির মুখ নামক স্থানে অভিযান চালিয়ে বাংলাদেশি ৫ দালাল ও ৫৮ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার সময় আলীকদমের ৩নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

আটক দালালরা হচ্ছেন আলীকদম দক্ষিণ নয়া পাড়ার মো: আনোয়ার হোসেনের ছেলে মো: আরিফুল ইসলাম (২৫), আলীকদম বাজার পাড়ার মো: আবদুর রহিমের ছেলে মো: নজরুল ইসলাম (৪০), আলীকদম নয়া পাড়ার মো: সোনা মিয়ার ছেলে মো: জামাল উদ্দিন (২৭), আলীকদম চৈক্ষ্যং ইউনিয়নের মৃত: আবুল হোসেনের ছেলে মো: আবু হুজাইফা (৩২) ও  আলীকদম নয়া পাড়ার মৃত: আনু মিয়ার ছেলে মো: খোরশেদ আলম (৫৭)।

বিজিবি জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)র জেসিও  নায়েব সুবেদার মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি টহল দল ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ৪ কি:মি: পূর্ব দক্ষিণ  দিকে আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থানে অভিযান চালায়।

এসময় অবৈধভাবে মায়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৩৭ শিশুসহ মোট ৫৮ জন মায়ানমারের নাগরিকসহ ও এর সাথে জড়িত ৫ বাংলাদেশী দালালকে আটক করা হয়। এসময় পরিবহনের কাজে ব্যবহার করার দায়ে ১টি ডাম্পার ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, ৫ দালালসহ মিয়ানমার নাগরিকদের আটকের খবর শুনেছি। তবে এখনও পর্যন্ত থানায় কাউকে আনা হয়নি।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন