২৪ ঘন্টা অনলাইন : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামের একজন নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) এই ঘটনা বলে স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে।নিহত সাইদুল ইসলাম গামাইতলা গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ড. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইদুল ইসলামের শরীরে দুটি বুলেটের আঘাত রয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, সাইদুল ইসলাম জিরো গামারিতলা সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় বিএসএফের গুলিতে আহত হন। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে চিনি আনতে গেলে বিএসএফ গুলি ছোড়ে। এতে তার বুকে ও তল পেটের ডান দিকে গুলি লাগে। পরবর্তীতে আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
২৪ঘন্টা/এআর