বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

রাঙ্গামাটিতে তারুণ্যের উৎসব উদযাপন

প্রকাশিত - ০৮ জানুয়ারি, ২০২৫   ০৮:২৬ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বর্ণাঢ্য আয়োজনে  জেলায় আজ তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় জেলার কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ স্লোগানে অনুষ্ঠিত তারুণ্য উৎসবের বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি  শেষে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুল আলী মঞ্চ প্রাঙ্গণে  উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও জেলা  পুলিশ সুপার ড. এস এম  ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আছমা,রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী- বেসরকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারুণ্য উৎসবে  স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর ছাত্র ছাত্রীরা তাদের ঐতিহ্যবাহী  নিজস্ব পোশাকে সজ্জিত হয়ে তারুণ্য উৎসবের র‌্যালিতে অংশ নেয়।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন