বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

পিরোজপুরে বাস-বাইক সংঘর্ষে নিহত দুই

প্রকাশিত - ০৯ জুন, ২০২৪   ০৫:২১ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে যাত্রীবাহী বাসের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার কুনিয়ারী এলাকার নেছারাবাদ-বরিশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার স্বরূপকাঠি পৌরসভার জগন্নাথকাঠি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে শাকিল (২৬) ও একই গ্রামের ফজলুল করিমের ছেলে সাইফুল ইসলাম (৩৭)। তারা জগন্নাথকাঠি বন্দরে কাঠের ব্যবসা করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা মোটরসাইকেলে করে হারতারপাড়া বাজার থেকে স্বরূপকাঠির দিকে ফিরছিলেন। এ সময়ে বরিশালমুখী শুভেচ্ছা-১ যাত্রীবাহী বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে তারা ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এইচ এম শাহীন জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের প্রক্রিয়া চলমান আছে।
প্রভাত/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন