বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

রাজনৈতিকদলগুলোর সঙ্গে কথা বলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করা হবে: প্রেস সচিব

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৫   ১০:৩৪ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন :  অন্তর্বর্তী সরকার জুলাই বিল্পবের ঘোষণাপত্রের খসড়া তৈরির লক্ষ্যে রাজনৈতিকদলগুলোর সাথে আলোচনা করবে এবং সে আলোকে ঘোষণাপত্র প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এটা নিয়ে সামনে রাজনৈতিকদলগুলোর সাথে আলাপ-আলোচনা হবে। সেই আলোকে ঘোষণাপত্র লেখা হবে।’

ঘোষণাপত্র প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি, তবে কিছু দিনের মধ্যে প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের কর্মসূচি দেওয়া হয়। তবে ওই কর্মসূচির আগের দিন গত ৩০ ডিসেম্বর সরকারের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কথা জানানো হয়। সরকারের সাথে আলোচনার প্রেক্ষিতে ছাত্ররা তাদের কর্মসূচি প্রত্যাহার করে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ তিনি এই ঘোষণাপত্র তৈরির বিষয়ে অগ্রগতির কথা উল্লেখ করেন।

সাগর রুনি হত্যাকাণ্ডের পুনঃতদন্ত:

সাগর রুনির হত্যাকাণ্ডের পুনঃতদন্তের কাজ দ্রুতগতি এগোচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের পুনঃতদন্তের জন্য গত নভেম্বরে একটি টাস্কফোর্স গঠন করা হয়। এটা নিয়ে অনেক বেশি কাজ হচ্ছে এবং দ্রুতগতিতে কাজ হচ্ছে। নতুন করে ২৫/৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছে পিবিআই।’

শফিকুল আলম বলেন, ‘পিবিআই এটা নিয়ে কাজ করছে। আশা করছি উনারা একটা ভাল কাজ করতে পারবেন। এটা নিয়ে তারা প্রচুর শ্রম দিচ্ছেন।’

ভারত থেকে তিন দেশের ভিসাকেন্দ্র স্থানান্তর:

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অনুরোধের প্রেক্ষিতে তিনটি দেশ বুলগেরিয়া, রুমানিয়া ও কাজাকস্তান ভিসাকেন্দ্র ভারত থেকে অন্যত্র সরিয়ে নিয়েছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘অধ্যাপক ইউনূস ইউরোপীয় দেশগুলোকে অনুরোধ করেছিল-ভিসা কেন্দ্র দিল্লি থেকে সরিয়ে ঢাকা বা অন্য কোনো দেশে আনার জন্য। এ বিষয়ে বেশ অগ্রগতি আছে। বুলগেরিয়া তাদের ভিসাকেন্দ্র ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে সরিয়ে আনার কথা জানিয়েছেন। ১২২ জান ছাত্রকে ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে ভিসা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, রুমানিয়ার সাথে এ বিষয়ে কথা হয়েছে। দেশটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ভিসা দেয়ার কথা জানিয়েছে। কাজাকস্তান জানিয়েছে তারা ব্যাংকক থেকে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের ভিসা দেবে। এই তিনটি দেশ ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান। এ বিষয়ে আগামীতে আরও কিছু ভাল খবর আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন আজাদ মজুমদার।

শেখ হাসিনার বিচার করা হবে:

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, সাবেক স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিভিন্ন জনকে ধরে এনে তার বাবার হত্যার বিচার করে শাস্তি দিয়েছে। তার চেয়ে দ্বিগুণ গুরুত্ব দিয়ে শেখ হাসিনার বিচার করা হবে। কারণ হাসিনার পাপাচারের তো শেষ নেই। বর্তমান সরকারের আমলেই বিচার শেষ করার চেষ্টা চলবে। সম্ভব না হলে পরে যারা ক্ষমতায় আসবে তারা বিচার শেষ করবেন।

বিটিভিকে আরও শক্তিশালী করার উদ্যোগ:

এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব শফিকুল আলম বলেন, পৃথিবীর প্রত্যেকটি দেশে একটা রাষ্ট্রায়াত্ত টেলিভিশন থাকে। রাশিয়া, ভারত, তুরস্ক, পাকিস্তান, চীন এসব দেশে তাদের রাষ্ট্রায়াত্ত টিভির পরিসর বাড়াচ্ছে। গ্রামের একটা সংবাদ হয়তো বেসরকারি চ্যানেল দেখাচ্ছে না কিন্তু রাষ্ট্রায়াত্ত চ্যানেল দেখাবে। রাষ্ট্রায়াত্ত টিভির একটা গুরুত্ব আছে। সেই বিবেচনায় বিটিভিকে আমরা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি।

শফিকুল আলম বলেন, বিটিভি, বাসসসহ গণমাধ্যমগুলো যেন জুলাই স্পিরিট ধারণ করে তাদের প্রোগ্রামগুলো করে। তিনি জানান, গত ৫ মাসে বাংলাদেশের গণমাধ্যমে যে স্বাধীনতা ভোগ করেছে, এর আগে কখনও সেটি ছিল না।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন