বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

ডেঙ্গুতে আরও ৬৬ জন আক্রান্ত

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৫   ০৯:০৯ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন আরও ৬৬ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন, ঢাকা উত্তর সিটিতে ১১ জন এবং দক্ষিণ সিটিতে ১৫ জন, খুলনা বিভাগে পাঁচজন এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে দুইজন করে রোগী রয়েছেন।

২০২৫ সালে এ পর্যন্ত একজন রোগী মারা গেছেন। এর আগে ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন ও ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন