বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

নির্বাচন নিয়ে কিছু কিছু লোক পাগল হয়ে গেছে : গোলাম পরওয়ার

প্রকাশিত - ০৪ জানুয়ারি, ২০২৫   ১০:৪২ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজ সম্পন্ন করে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। কিন্তু এই সময়ে কিছু কিছু লোক নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। মনে হয় কাল ভোট হলেই ভালো হয়।

তিনি বলেন, এত তাড়াহুড়োর মধ্যে আমরা কিন্তু কোন সৎ উদ্দেশ্য দেখি না, অসৎ উদ্দেশ্যই দেখা যায়। একটু সবুর করুন না! ভোট হলে তো যাকে জনগণ ভোট দেবে সেই ক্ষমতায় যাবে।

শনিবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছার আরকে সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বৈরাচারের বিচার হতেই হবে উল্লেখ করে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, পলাতক ফ্যাসিবাদ শেখ হাসিনা এবং তাদের দুর্নীতিবাজ, জুলুমবাজ, ফ্যাসিবাদীদের আর বাংলাদেশে রাজনীতি করার নৈতিক, রাজনৈতিক, মানসিক, সাংবিধানিক কোনো অধিকার থাকবে না। বাংলাদেশে তাদের রাজনৈতিকভাবে মৃত্যু ঘটবে। কাজেই এদের বিচার করতে হবে, বিচার কাজ খুব দ্রুত সম্পন্ন করতে হবে।

সকাল ১১ টায় শুরু হয় কর্মী সম্মেলন। সম্মেলনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী-সমর্থক এতে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলার আমীর অধ্যাপক মো. শামছুল হক। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ মোজাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা দক্ষিণ মহানগরীর আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক ড. সামিউল হক ফারুকী, ময়মনসিংহ জেলা শাখার আমির আব্দুল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, মুক্তাগাছা পৌর জামায়াতের আমীর আফতাবুর রহমান আকন্দ প্রমুখ।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন