২৪ঘণ্টা অনলাইন : কম ভ্যাটের অন্তত ৪৩ ধরনের পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব খাতে বর্তমানে ৫ থেকে ১০ শতাংশ হারে ভ্যাট নেওয়া হয়। মূল্যস্ফীতির এ সময়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর ফলে সাধারণ ভোক্তার ওপর নতুন করে ব্যয়ের চাপ তৈরি হতে পারে।
এদিকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন জানিয়েছেন, রেস্টুরেন্টের বিলসহ ৪৩টি পণ্যের উপর ৫ থেকে ১৫ শতাংশ ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না। তিনি উল্লেখ করেছেন যে, তিন তারকার বেশি রেটের হোটেলের ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, তবে সাধারণ হোটেল বা রেস্টুরেন্টের উপর ভ্যাট বাড়ানো হয়নি।
২ জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে ভ্যাট বৃদ্ধি বিষয়ক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অত্যাবশ্যকীয় নিত্যপণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়নি, ফলে এর প্রভাব মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের উপর পড়বে না।
এনবিআর জানিয়েছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাকি ছয় মাসে (জানুয়ারি-জুন) আগের প্রাক্কলনের তুলনায় অতিরিক্ত ১২ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সে জন্য হোটেল, রেস্তোরাঁ ও পোশাকের ওপর ভ্যাটের হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সাধারণ মানের এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) রেস্তোরাঁয় খাওয়ার জন্য ভোক্তাকে ৫ শতাংশ ভ্যাট দিতে হয়, যা বেড়ে সাড়ে ৭ শতাংশ হতে পারে। নন-এসি হোটেলে থাকার ভ্যাট সাড়ে ৭ শতাংশ থেকে দ্বিগুণ বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় ব্র্যান্ডের পোশাকের ওপর ভ্যাট দ্বিগুণ হতে পারে। বর্তমানে এ খাতে ভ্যাট রয়েছে সাড়ে ৭ শতাংশ। শুধু ব্র্যান্ডেড নয়, সাধারণ মানের যে কোনো পোশাক কিনলেই ক্রেতাকে এ হারে ভ্যাট পরিশোধ করতে হতে পারে।
২৪ঘণ্টা/শাহ