বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

কুমিল্লার মাধাইয়া বাজারে আগুনে পুড়ল শতাধিক দোকান

প্রকাশিত - ৩০ ডিসেম্বর, ২০২৪   ০৯:১৯ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : কুমিল্লা চান্দিনার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ৩ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রোববার রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত। স্থানীয় রা জানান, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে যায় বাজারে।

পরে খবর পেয়ে চান্দিনা, দাউদকান্দি, কুমিল্লা ফায়ার স্টেশনের দুটি করে তিন স্টেশনের ছয় ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। ৩ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।

ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত সবগুলোই ব্যবসাপ্রতিষ্ঠান। তাই আর্থিক ক্ষতির পরিমাণ বিপুল।

এখনও নিহত বা আহতের খবর পাওয়া যায়নি। সহায়-সম্বল হারিয়ে এখন পুড়ে যাওয়া দোকানের পাশে বসে কান্না করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এদিকে, আগুনের ঘটনায় মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। মাধাইয়া থেকে দুই প্রান্তে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।
২৪ ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন