বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

মাগুরা সদর হাসপাতালে দুদকের অভিযান

প্রকাশিত - ৩০ ডিসেম্বর, ২০২৪   ০৯:১২ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। হাসাপাতাল সম্পর্কে দুদকের ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সোমবার দিনব্যাপী এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন দুদক ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ।

হাসাপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোহসিন উদ্দিন বলেন, দুর্নীতি দমন কমিশনের একটি দল সকালে হাসপাতালে এসে তদন্ত করেছে।

দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, বেশ কিছু অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে হাসপাতালের বর্তমান অবস্থা, ওষুধ, খাবারের মান ও টেন্ডারের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। এগুলো পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন আকারে কমিশনে পাঠানো হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
২৪ ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন