বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

নাটোরের চলনবিলে উদ্ধারকৃত ১১টি শালিক পাখি অবমুক্ত

প্রকাশিত - ২৮ ডিসেম্বর, ২০২৪   ০৯:১৩ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : নাটোরের চলনবিলে আজ শনিবার শিকারীর ফাঁদ থেকে ১১টি শালিক পাখি উদ্ধার করে আকাশে অবমুক্ত করা হয়েছে। এ সময় বিল থেকে উদ্ধার করা পাঁচ হাজার মিটার কারেন্ট জালের ফাঁদ আগুনে পোড়ানো হয়।
 
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা সিংড়া উপজেলার কমরপুর, কাদিরগাছা ও ইন্দ্রাসুন এলাকায় চলনবিলে অভিযান পরিচালনা করে। এ সময় পাখি এবং ফাঁদ উদ্ধার করা হয়। পাখি শিকার রোধ এবং মানুষের মাঝে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। পরে শিকারির তথ্যদাতাদের মাঝে উপহার হিসেবে পাঁচটি শীতবস্ত্র বিতরণ করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ প্রমুখ।কমিটির সাধারণ সম্পাদক বলেন, শীতে চলনবিলে নানা প্রজাতির পাখির আগমন ঘটেছে। বিলের পাখি ও বন্যপ্রাণী বাঁচাতে শীত মৌসুমজুড়ে তথ্যদাতাদের শীতবস্ত্র উপহার দেওয়া হচ্ছে।
 
উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, বিলের পাখি ও সরকারি জলাশয় রক্ষায় প্রশাসন সব সময় তৎপর রয়েছে। তাছাড়া বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ কর্মীরাও বেশ ভূমিকা পালন করছেন।
২৪ঘন্টা/এআর
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন