বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

জাতীয় প্রবৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান বাণিজ্য উপদেষ্টার

প্রকাশিত - ২৫ ডিসেম্বর, ২০২৪   ১১:৪১ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : জুলাই গণ-অভ্যুত্থানের দুই সহস্রাধিক শহিদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় প্রবৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
 
তিনি বলেন, ‘অতীতে দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। দেশের সম্পদ গুটিকয়েক লোকের হাতে কেন্দ্রীভূত হয়েছে। ব্যাপক দুর্নীতির মাধ্যমে সমস্ত অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, যা দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে।’
 
উপদেষ্টা আজ চট্টগ্রামের এক হোটেলে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (আইসিএমএবি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
বাণিজ্য উপদেষ্টা বলেন, বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি অন্তর্র্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে। এ সময় তিনি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান এবং বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলি হোসেন আকবর আলী।
২৪ঘন্টা/এআর
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন