বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

আয়কর রিটার্ন জমা দেয়ার সময় আরও এক মাস বাড়িয়েছে এনবিআর

প্রকাশিত - ২৫ ডিসেম্বর, ২০২৪   ১০:২৩ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রে কোম্পানি ব্যতীত সব ধরনের করদাতাদের আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত আরও এক মাস বাড়িয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুসারে, কোম্পানি ব্যতীত সব শ্রেণির করদাতারা এখন ৩১ জানুয়ারী, ২০২৫ পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রেই তাদের রিটার্ন জমা দিতে পারবেন।
এনবিআর অপর এক আদেশে কোম্পানি শ্রেণির করদাতাগণের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরো এক মাস বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করেছে।
এর আগে এনবিআর আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা যথাক্রমে ৩১ ডিসেম্বর এবং ১৫ জানুয়ারি নির্ধারণ করেছিল।
২৪ঘন্টা/এআর
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন