বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

লামায় ৩ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশিত - ২৫ ডিসেম্বর, ২০২৪   ০৯:৩৩ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বান্দরবান জেলার লামার ফাইতং ইউনিয়নের মানিকপুর এলাকায় তিনটি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৯০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয় এবং ওয়াইএসবি নামের একটি ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। প্রসিকিউশনের দ্বায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন জানান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে ওয়াইএসবি, ফোর বিএম ও ইউবিএন নামের তিনটি ইটভাটাকে ৩টি পৃথক মামলায় ৪ লাখ টাকা জরিমানা ধার্যপূূর্বক আদায় করা হয়েছে। অভিযানে ৯০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে এবং পানি দিয়ে ওয়াইএসবি নামের ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের এ কর্মকর্তা।
২৪ঘন্টা/এআর
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন