২৪ঘণ্টা অনলাইন : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) ড. মোহাম্মদ আবদুল মোমেনকে। একইসঙ্গে দুজন কমিশনারও নিয়োগ পেয়েছেন। অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদকে দুদক কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১০ ডিসেম্বর মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব নিয়োগ দেওয়া হয়।
চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া ড. মোহাম্মদ আবদুল মোমেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৯৮২ নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ১৯৮২ সালে সহকারী কমিশনার হিসেবে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন তিনি। পরে মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) ও রাষ্ট্রপতির একান্ত সচিব (পিএস) ছিলেন।
২৪ঘণ্টা/শাহ