বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

শ্রীপুরে স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক সন্দেহে বন্ধুকে গলাকেটে হত্যা

প্রকাশিত - ০৩ অক্টোবর, ২০২৪   ০৫:৪৪ পিএম
webnews24

গাজীপুর সংবাদদাতা, ২৪ঘণ্টা অনলাইন : একটি সেলুনের মেঝেতে পড়েছিল পোশাক শ্রমিক আবু সাঈদের রক্তাক্ত গলাকাটা মরদেহ। পাশেই পড়েছিল রক্তমাখা একটি ধারালো ছুরি। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে সেলুনের নরসুন্দর খলিল। বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে আবু সাঈদের মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ। এমন নিশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা মধ্যপাড়া গ্রামের মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ গ্রীন টেক্সটাইলের সামনে একটি সেলুনের ভিতর।
নিহত পোশাক শ্রমিক আবু সাঈদ (২৩) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের আল আমিন সরকার বাবুলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন। অভিযুক্ত নরসুন্দর মো. খলিল মিয়া (২৬) সিলেটের সদর উপজেলার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে। তিনি মাওনা মধ্য পাড়া এলাকার স্থানীয় রায়হানের একটি দোতলা দোকান ভাড়া নিয়ে জেন্টস পার্লার নামক একটি সেলুন পরিচালনা করতেন। খলিল মিয়া স্ত্রী-সন্তান নিয়ে পাশের একটি বাড়িতে ভাড়া থাকেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রাতে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম হঠাৎ পাশের দোতলা সেলুন থেকে ধস্তাধস্তির শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর দেখি নরসুন্দর খলিল রক্তাক্ত জামাকাপড় পড়ে দ্রুত চলে যাচ্ছে। আমাদের সন্দেহ হলে আমরা তাকে ধরার চেষ্টা করি। এরপর আমাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে দৌড়ে পালিয়ে যায়। 
 শ্রীপুর থানার উপ পরিদর্শক এসআই রিগ্যান মোল্লা বলেন, গত ১০ দিন পূর্বে স্থানীয় আবু রায়হানের দোতলা দোকান ভাড়া নিয়ে সেলুন শুরু করে খলিল। কিন্তু এর পূর্ব থেকেই খলিল এবং আবু সাঈদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। আবু সাঈদ নিয়মিত খলিলের বাড়িতে যাতায়াত করত। এক পর্যায়ে বন্ধুর স্ত্রীর সঙ্গে সাঈদের প্রেমের সম্পর্ক হয়।
বিষয়টি বুঝতে পেরে বন্ধুকে বুধবার রাতে সাঈদকে সেলুনে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন