বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo
উদ্বেগ প্রকাশ চিকিৎসক নেতৃবৃন্দের

ডেন্টাল সার্জন সহযোগী অধ্যাপক ডা. মো. ওয়াহিদুল ইসলাম প্রিন্সের ওপর হামলা

প্রকাশিত - ০৫ সেপ্টেম্বর, ২০২৪   ০৬:০২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বনামধন্য ডেন্টাল সার্জন সহযোগী অধ্যাপক ডা. মো: ওয়াহিদুল ইসলাম প্রিন্সের উপর হামলা এবং তার চেম্বারে উশৃংখল যুবকদের চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক নেতৃবৃন্দ। ঘটনার বিবরনে প্রকাশ, গত ১৬ আগস্ট শুক্রবার কিশোরগঞ্জ শহরের স্টেশনরোড খরমপট্রি এলাকার চেম্বারে প্র্যাকটিসের শেষ পর্যায়ে রাত আনুমানিক ১১ টায় একদল উশৃংখল যুবক চাঁদার দাবীতে অতর্কিতে হামলা চালায়। তারা যখন অতর্কিতভাবে চেম্বারে লাঠি সোটা নিয়ে প্রবেশ করে, তখন তিনি ঘটনার আকম্মিকতায় হতচকিত হয়ে বলতে থাকেন- কি হয়েছে,আপনারা কারা, কেন আমাকে অসম্মানিত করছেন। আপনাদের কাছে দোহাই লাগে, আমাকে এভাবে অসম্মানিত করবেন না। আমার অপরাধ কি। এ ধরনের কথা বলার সময় তারা এগুলো ভিডিও ধারন করে সোস্যাল মিডিয়ায় ছেড়ে দেয়ার হুমকি দেয়। সেই মুহূর্তে খবর পেয়ে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করেন। ঘটনার পরদিন তারা আবারো সংগঠিত হয়ে তার অনুপস্থিতিতে চেম্বার ভাংচুরের হুমকী দিয়ে তার বোন হতে ৫০ হাজার টাকা চাঁদা নিয়ে যায়। তিনি মিডিয়া কে জানান, আমার ধারনা দেশের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে কতিপয় দুষ্কৃতিকারী কিশোরগঞ্জে আমার দীর্ঘ ১৬ বছরের অর্জিত চিকিৎসা পেশায় ঈর্ষানিত হয়ে স্বার্থ হাসিলের আশায়  পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। একজন চিকিৎসক হিসেবে দু:খজনক এ ঘটনায় আমি হতচকিত হয়ে যাই। আমি কোন রাজনৈতিক দলের সাথেও যুক্ত নই। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন