বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

পদত্যাগ করেছেন আইসিবির চেয়ারম্যান সুবর্ণ বড়ুয়া

প্রকাশিত - ২৭ আগস্ট, ২০২৪   ০৭:৩৭ পিএম
webnews24

প্রভাত বাণিজ্য : সুবর্ণ বড়ুয়া ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগ হওয়ায় পদত্যাগপত্র দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন। সুবর্ণ বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের অধ্যাপক। অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে দেওয়া এক চিঠিতে সুবর্ণ বড়ুয়া বলেছেন, গুরুত্বপূর্ণ এই আর্থিক প্রতিষ্ঠানে কাজের সুযোগ দেওয়ায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞ। কর্মকালে তিনি নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তাঁর আশা, ভবিষ্যতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছাবে। সুবর্ণ বড়ুয়া দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ে শিক্ষাদানের পাশাপাশি বিশ্বব্যাংক, ইউএনডিপি ও ডিএফআইডির বিভিন্ন আন্তসীমান্ত গবেষণা প্রকল্প পরিচালনা এবং বিভিন্ন দেশীয় ও বহুজাতিক কোম্পানির পরামর্শকের দায়িত্ব পালন করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন