বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

দখলদার, সন্ত্রাসী, লুটেরার রাজনীতি বাংলাদেশে চলবে না : আমির খসরু

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৪   ০৯:১২ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : দখলদার, সন্ত্রাসী ও লুটেরার রাজনীতি বাংলাদেশে চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল রবিবার সকাল ১১ টায় নোয়াখালীর বেগমগঞ্জে সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার পলায়নের পরে বাংলাদেশের রাজনৈতিক চিত্রে বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে। সেটা আমাদেরকে বুঝতে হবে। সেই পরিবর্তনটা হচ্ছে একটি নতুন আকাঙ্ক্ষা ও একটি নতুন প্রত্যাশা দেশের মানুষের মধ্যে জন্মে গেছে। বাংলাদেশের মানুষের মনজগতে পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ আপনার রাজনীতি স্বচ্ছ, পরিষ্কার ও সৎ হতে হবে।
আমির খসরু বলেন, জনগণের কাছে গিয়ে তাদের মনবাসনা বুঝতে হবে। বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যার ৬৫ শতাংশ হচ্ছে ৩৫ বছরের নিচে। এই যুব সমাজের মনের কথা, আকাক্সক্ষা বুঝে রাজনীতি করতে হবে। বিএনপির মধ্যেও যদি কেউ এ ধরনের কর্মকা-ে লিপ্ত হয় তাকে আপনারা বাঁধাগ্রস্থ করবেন, দল থেকে বের করাসহ আইনের হাতে তুলে দেবেন। তিনি বলেন,রাজনীতিতে বাংলাদেশের মানুষের মনোজগতের বড় ধরনের পরিবর্তন যারা বুঝবে না, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নেই। আমাদের নেতাকর্মীদের, সমর্থকদের বুঝতে হবে। বাংলাদেশের আগামী দিনের রাজনীতি হবে সম্পূর্ণ স্বচ্ছ ও মানুষের জন্য। প্রত্যেক মানুষের সমান অধিকার দিতে হবে। একটি গোষ্ঠী লুটপাট করে, সম্পদ কেড়ে নেবে আর দেশের মানুষ না খেয়ে উপোস থাকবে সেটা হতে পারে না। এত বড় ব্যবধান বাংলাদেশের রাজনীতিতে চলতে পারে না। সবাইকে একসঙ্গে চলতে হবে। তারেক রহমানের হাতকে যদি শক্তিশালী করতে চান তবে এই নতুন রাজনীতি বুঝতে হবে।’
স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজন বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, জেলা বিএনপির নেত্রী শামীমা বরকত লাকি, হক আবেদ, পৌর বিএনপি সভাপতি জহির উদ্দিন হারুন ও সাধারণ সম্পাদক মহসিন আলমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন