বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত - ১৪ আগস্ট, ২০২৪   ০৭:৪২ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাতে ফোন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গত মঙ্গলবার ড. ইউনূসের সঙ্গে ফোনালাপ করেন তিনি। বুধবার ড. ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ ও নোবেল জয়ী ড. ইউনূসের দীর্ঘদিনের বন্ধু। ফোনালাপে তিনি ড. ইউনূসকে শুভেচ্ছা জানান এবং বলেন, মালয়েশিয়া একটি সমৃদ্ধ ও সত্যিকারের গণতান্ত্রিক দেশ হওয়ার প্রচেষ্টায় বাংলাদেশের অংশীদার হতে প্রস্তুত। এছাড়াও তিনি শিগগির বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। 
চলতি মাসের শুরুতে শেখ হাসিনার পতনে বিপ্লবের নেতৃত্ব দেওয়া তরুণদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আলাপচারিতায় ড. ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন অদূর ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় কাজের সুযোগ পাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন