বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

কেন্দ্রীয় ব্যাংকের ৪ কর্মকর্তার পদত্যাগ

প্রকাশিত - ১২ আগস্ট, ২০২৪   ০৮:৪৩ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : আন্দোলনকারীদের চাপের মুখে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তা পদত্যাগ করেছেন। তারা হলেন ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর-৩ খুরশিদ আলম, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের। তাদের মধ্যে তিন কর্মকর্তা গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। আবু ফারাহ মো. নাসের পদত্যাগপত্র জমা দেন গভর্নর বরাবর।
এর আগে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের তৃতীয় দিন বাংলাদেশ ব্যাংকে চরম অস্থিরতা শুরু হয়। বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল করেন। বিক্ষোভের এক পর্যায়ে তারা ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে প্রবেশ করেন এবং ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমানকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। এ সময় তিনি একটি সাদা কাগজে পদত্যাগের কথা লেখেন এবং তাতে স্বাক্ষর করেন। এদিকে সোমবার দুপুর ১টার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তাকে পদত্যাগের আল্টিমেটাম দেয় আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১২ দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের পক্ষে এই আল্টিমেটাম দেন মহিউদ্দিন রনি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন