বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

অবশেষে ডিবি থেকে ছাড়া পেলেন ছয় সমন্বয়ক

প্রকাশিত - ০১ আগস্ট, ২০২৪   ০২:২৫ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আজ বৃহস্পতিবার (১ আগস্ট) তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তারা হলেন মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। ছয়দিন পর ডিবি থেকে ছাড়া পেলেন ছয় সমন্বয়ক। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর দেড়টায় ডিবি কার্যালয়ে প্রবেশ করেন ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদের বাবা মো. বদরুল ইসলাম। তিনিসহ মোট পাঁচজন ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদের চাচা জাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, নাহিদ আমাদের সঙ্গে আছে, তাকে নিয়ে আমরা বাসায় যাচ্ছি। নাহিদের বাবা বদরুল ইসলাম  বলেন, আমরা নাহিদকে নিয়ে বাড্ডার বাসায় ফিরছি। কোটা সংস্কার আন্দোলনের নাহিদসহ ছয় সমন্বয়ককেই ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ডিবির এক ঊর্ধ্বতন কর্মকতাও জানান, কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হচ্ছে।
প্রভাত্টুর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন