বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
Proval Logo

গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

প্রকাশিত - ১৭ জুলাই, ২০২৪   ০৩:৪৪ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : কোটা আন্দোলনকারীদের হামলায় নিহত ছাত্রলীগ কর্মী সবুজ আলীসহ নিহতদের স্মরণে গায়েবানা জানাজা করবে আওয়ামী। বুধবার ১৭ জুলাই বিকেল তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিল্পব বড়ুয়া।

তিনি বলেছেন, গতকাল বিএনপি-জামাতের সশস্ত্র ক্যাডারদের হামলায় নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীসহ নিহতদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের হামলায় মঙ্গলবার ১৬ জুলাই নিহত হন ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ। এছাড়া সারাদেশে মোট নিহতের সংখ্যা ছয়। কলেজের পরিসংখ্যান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী সবুজ উত্তর ছাত্রাবাসের ২০৫ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি নীলফামারীতে বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে সিটি কলেজের সামনে আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পথচারীরা পাশের পপুলার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা সাতটার দিকে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রভাত/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন