বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

১৪ লাখ ২৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন

প্রকাশিত - ০২ জানুয়ারি, ২০২৫   ১০:৫৪ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : রাষ্ট্রীয় চুক্তির (জি-টু-জি) আওতায় ৭টি দেশের ৮টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে ১৪ লাখ ২৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আগামী জুনের মধ্যে প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুযায়ি এ তেল ক্রয় করার অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে  বৃহস্পতিবার সচিবালয়ে  ক্রয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের এক ক্রয় প্রস্তাবের প্রেক্ষিতে এ অনুমোদন দেয়া হয় বলে সভা শেষে জানানো হয়।  এসময় জানানো হয় যে, আগামী জুনের মধ্যে ৭টি দেশের ৮টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে (থাইল্যান্ডের পিটিটিটি, ওমানের ওকিউটি, সংযুক্ত আরব আমিরাতের ইনোক, চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ইন্দোনেশিয়ার বিএসপি, মালয়েশিয়ার পিটিএলসিএল ও ভারতের আইওসিএল) পাঁচ ক্যাটাগরির ১৪ লাখ ২৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১১ হাজার ৪৭৯ কোটি ৪ লাখ টাকা।

পাঁচ ক্যাটাগরির পরিশোধিত জ্বালানি তেলের মধ্যে রয়েছে ৮ লাখ ৮০ হাজার টন গ্যাস অয়েল (ডিজেল),  ১ লাখ ৯০ হাজার টন জেট এ-১ ফুয়েল,  ৭৫ হাজার টন মোগ্যাস (অকটেন),  ২ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ৩০ হাজার টন মেরিন ফুয়েল ।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন