২৪ঘণ্টা অনলাইন : নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছুদিন ধরে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। সেই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম দিনে ১ জানুয়ারি বুধবার ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২১২ স্কোর নিয়ে বিশ্বের শহরগুলোর তালিকায় অষ্টম স্থানে রয়েছে ঢাকা। ১ জানুয়ারি সকাল পৌনে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে জার্মানির শহর মিউনিখ। ৪১৯ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছে কসোভোর প্রিস্তানা (২৭৯) এবং ভিয়েতনামের হ্যানয় (২৭৩)। শহর দুটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ১ জানুয়ারি সকালে ঢাকার বাতাসে পিএম২-এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে ২৬.১ গুণ বেশি রয়েছে। এদিন দূষণের শীর্ষে থাকা ঢাকার ১০ এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (২৮৩)। তালিকায় এর পরেই রয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (২৫২), কল্যাণপুর (২৩৭), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৩৭), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল এলাকা (২২৮), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২২৩), গুলশান ২-এর রব ভবন এলাকা (২১৩), পশ্চিম নাখালপাড়া সড়ক (২১১), গুলশান লেক পার্ক (২০৯), গুলশান বাড্ডা লিংক রোড (২০৫)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ ব্যক্তি, শিশু) জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বিশেষজ্ঞদের পরামর্শমতে, বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না এবং ঘরের জানালা বন্ধ রাখতে হবে।
২৪ঘণ্টা/শাহ