২৪ ঘন্টা অনলাইন : পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, চলতি বছরের ৩১ মে সময়সীমার মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রবেশ করতে পারেনি, এমন বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা লাঘবের জন্য মালয়েশিয়ার রোডম্যাপের জন্য অপেক্ষা করছে ঢাকা।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে উপদেষ্টা এ কথা বলেন।
গত ৫ অক্টোবর ঢাকা সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মে মাসে মালয়েশিয়ায় প্রবেশ করতে ব্যর্থ হওয়া ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের প্রবেশের বিষয়টি বিবেচনা করার প্রতিশ্রুতি দেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, ওষুধ, জাহাজ নির্মাণ এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ এবং সম্ভাব্য সহযোগিতার বিষয়েও আলোচনা করেন। তারা দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়াতে সম্ভাব্য বিনিয়োগ এবং অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করেন।
হাইকমিশনার বাংলাদেশে নতুন উৎপাদিত মালয়েশিয়ান গাড়ির বাজারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
২০২৫ সালের জানুয়ারিতে আসন্ন আসিয়ানে মালয়েশিয়া সভাপতিত্বের দায়িত্ব পালন করবে। পররাষ্ট্র উপদেষ্টা এজন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান। তৌহিদ নতুন হাইকমিশনারকে তার বাংলাদেশে থাকাকালীন সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন এবং তার ফলপ্রসু ভবিষ্যৎ কামনা করেন।
২৪ ঘন্টা/এআর