বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

রোহিঙ্গাদের প্রত্যাবর্তণের সম্ভাবনা সহসাই নাই : পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত - ২৮ ডিসেম্বর, ২০২৪   ১০:৩৭ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : মিয়ানমার সীমান্তের প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে চলে গেছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে এখনই কথা বলা সম্ভব নয়। এ কারণে আগামী দুই থেকে ছয় মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় সংলাপে তিনি এই মন্তব্য করেন।

তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে আবারও চিঠি দেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, তারা গড়িমসি করে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চাইলে কেউ শান্তিতে থাকতে পারবে না।

ব্যাংককে মিয়ানমারসহ কয়েকটি দেশের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তৌহিদ হোসেন জানান, ওই বৈঠকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্যার সমাধান না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে।

এসময় ভারত, চীন, আমেরিকার সাথে ভালো সম্পর্কে ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আর্থিকভাবে এগোতে  এসব দেশের সাথে সম্পর্ক রাখা জরুরি।

রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতায় যাওয়ার প্রতি প্রবণতা সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, দলগুলো অনেক সময় তাদের মূলনীতি থেকে সরে আসে, এবং জনগণের দায়িত্ব হলো তাদের সঠিক পথে পরিচালনা করা। সবসময় বলা হয়, 'দলের চেয়ে দেশ বড়', কিন্তু বাস্তবে অনেক সময় তার উল্টো চিত্র দেখা যায়।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন