বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

কত কমলো জ্বালানি তেলের দাম

প্রকাশিত - ৩১ আগস্ট, ২০২৪   ০৯:২৪ পিএম
webnews24

বিশেষ প্রতিনিধি : সারাদেশে কমেছে জ্বালানি তেল ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা করে কমেছে। এ মূল্য আজ ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। গতকাল শনিবার এ মূল্য তালিকা জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ বা সমন্বয় করা হয়। এর ধারাবাহিকতায় আজ শনিবার ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য পুনঃনির্ধারণ করা হলে। 
মূল্য তালিকায় বলা হয়, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ছিল ১০৬ দশমিক ৭৫ টাকা। এ থেকে ১ দশমিক ২৫ টাকা কমিয়ে ১০৫ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের বর্তমান মূল্য প্রতি লিটারে ১২৭ টাকা। ৬ টাকা কমিয়ে ১২১ টাকা করা হয়েছে। অকটেনের বর্তমান মূল্য ১৩১ টাকা, ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা লিটার করা হয়েছে। 
কত কমানো হলো
ডিজেল ও কেরোসিন দামÑ প্রতি লিটারে ১ টাকা ২৫ পয়সা। পেট্রোল ও অকটেনÑ প্রতি লিটারে ৬ টাকা। গতকাল মধ্যরাত (রাত ১২টার পর) থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ বেলা সোয়া ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে গত জুলাই মাসে নতুন করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়, সেখানে ডিজেল প্রতি লিটার ১০৬ দশমিক ৭৫ টাকা, কেরোসিন প্রতি লিটার ১০৬ দশমিক ৭৫ টাকা, অকটেন ১৩১ টাকা, পেট্রোল ১২৭ টাকা নির্ধারণ করা হয়। এছাড়াও জেট এ-১ ফুয়েলের মূল্য স্থানীয় ফ্লাইটের জন্য ১১৫ টাকা লিটার এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দশমিক ৭৯ মার্কিন ডলার নির্ধারণ করা হয়। বাংলাদেশে পেট্রোলিয়াম করপোরেশনের ওয়েব সাইটের তথ্যানুযায়ী, এলপি গ্যাসের (১২ দশমিক ৫০ কেজি প্রতি সিলিন্ডার) দাম ৬৯০ টাকা, ফার্নেস অয়েল ৮৬ টাকা লিটার, লাইট মটর স্পিরিট ১১২ টাকা লিটার নির্ধারণ করা হয়। অকটেন ও পেট্রল বিক্রি করে সব সময় মুনাফা করে বিপিসি। মূলত ডিজেলের ওপর বিপিসির লাভ-লোকসান নির্ভর করে। দেশে ব্যবহৃত জ্বালানি তেলের ৭৫ শতাংশই ডিজেল।
জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন