বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
Proval Logo

ফের ভয়াবহ বন্যার কবলে দেশ  জানমাল রক্ষায় এগিয়ে আসুন

প্রকাশিত - ২২ আগস্ট, ২০২৪   ০৯:১৭ পিএম
webnews24

সম্পাদকীয় 

ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস। বর্তমানে ভয়াবহ বন্যার কবলে ফেনী, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কমলগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সাজেকসহ দেশের সঅনেক অঞ্চল। এসব এলাকায় বন্যা পরিস্থিতি খুবই খারাপ! মহাবিপর্যয়ে পড়েছে গবাদি পশু, হাঁস-মুরগি, কৃষি ক্ষেত খামার ও মৎস্য খামার। মানুষের জীবন জীবিকাও চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। এই বন্যা পরিস্থিতি দেশের অনেক জায়গায় চরম দুর্যোগ ঘটিয়েছে। কমলগঞ্জ মৌলভীবাজারে অসময়ে বন্যার কারণে গ্রীষ্মকালীন লাখ লাখ জোড় কলমকৃত টমেটোর চারার ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে উল্লেখযোগ্য যে কমলগঞ্জে দেশের বৃহত্তম জোড় কলমকৃত গ্রীষ্মকালীন টমেটোর চারা বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। খবরে প্রকাশ, ভারতের ত্রিপুরায় আরও ২ দিন ভারী বৃষ্টি হবে, আগামীতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে! আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ পূর্ব অঞ্চলের ফেনী ও চট্টগ্রাম জেলার মুহুরী এবং হালদা নদীর পানি সমতল বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড। তাই ফেনী ও কুমিল্লার বন্যার পরিস্থিতি উন্নতির সম্ভাবনা নেই। বরং দিন দিন তা আরও খারাপের দিকে যাবে। বরং ধারণা করা যায়, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের মানুষদের বন্যার দুর্যোগ কার্যত আরও বৃদ্ধি পাবে। 
দৈনিক প্রভাত-এর সংবাদদাতাদের পাঠানো খবর থেকে জানা যায়, ইতিমধ্যে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরও। স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীতে দিশেহারা পানিবন্দি ২ লাখের বেশি মানুষ। আর সব মিলিয়ে এখন দেশে পনিবন্দি মানুষের সংখ্যা ১০ লাখেরও বেশি। খবরে প্রকাশ, মুহুরী নদীর বাঁধ ভেঙে বন্যায় ৭০ গ্রাম প্লাবিত হয়েছে। লাগাতার বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে নোয়াখালীর ৯টি উপজেলার ২০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে তলিয়ে যাচ্ছে গ্রামীণ সব সড়ক, ফসলের মাঠ ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। বর্তমানে উজান থেকে তীব্র বেগে ঢুকছে পানি, গোমতির নদীর পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার উপরে খোয়াই নদীর পানি প্রবাহিত হচ্ছে। ভারতের উজান ঢল ও টানা বৃষ্টিতে ফেনীর কয়েকশ গ্রাম প্লাবিত। ভয়াবহ বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি। বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় লোকজন। গলা পানিতে ডুবে গেছে ফেনীর রাস্তাঘাট। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে গোটা ফেনীর সাথে। কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, হুশিয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি অংশে ভাঙন দেখা দিয়েছে। এইসব অংশে পানি প্রবেশ করে প্লাবিত হচ্ছে শতাধিক গ্রাম। ফেনীর আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে বন্ধ রয়েছে যান চলাচল।
বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। মোবাইলের চার্জ দেয়অরও সুযোগ নেই। এই অবস্থায় কারও সাথে যোগাযোগ করার কোনো উপায়ও নেই। অনেকের ঘরে কোমর সমান পানি; কোথাও যাওয়ার উপায় নেই। ইতিমধ্যে ঘরবাড়ি, গ্রামীণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে শিশু ও নারীসহ সাধারণ জনগণ। গতকাল বৃহস্পপতিবার বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ২ দিনের টানা বৃষ্টি এবং ভারতের ঢলে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী মৌলভীবাজার জেলার ৪টি নদনদীতে বেড়েছে পানি। কুশিয়ারা, মনু, ধলাই ও জুরি নদীর পানির বাড়তি চাপ দেখা যায়। মৌলভীবাজারে বিপৎসীমার উপরে ৩ নদীর পানি প্রবাহিত হচ্ছে। আর পার্বত্য অঞ্চলে সড়ক ডুবে যাওয়ায় সাজেকে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। আড়াই শতাধিক পর্যটক আটকা পড়েছে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপর দেশের জনগণের পূর্ণ আস্থা ও বিশ্বাস এসেছে। কেননাÑ গতকাল থেকেই বন্যার্তদের সাহায্যার্থে সেনাবাহিনী মাঠে কাজ করছে। বর্তমানে সৃষ্ট বন্যার কারণে যে সংকট ও দুর্যোগ দেখা দিয়েছে, তার গুরুত্ব অনুধাবন করে আরও জরুরি কর্মসূচি হাতে নেবে বলে আমরা আশা রাখি। অতি দ্রুত বন্যাকবলিত এলাকায় জনগণকে সম্পৃক্ত করে নিরাপদ আশ্রয়কেন্দ্র নিশ্চিত করা এবং সার্বিক মানবিক সাহায্য সহযোগিতার এবং পুনর্বাসনের জন্য বিনীত নিবেদন রাখছি। বর্তমানে ভয়াবহ বন্যার কবল থেকে নিরাপদে থাকতে বেশকিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 
বন্যার ক্ষতি থেকে জানমাল রক্ষায় যা করণীয়Ñনিরাপদ আশ্রয়কেন্দ্র বা উঁচু কোনো স্থানে দ্রুত চলে যেতে হবে। বন্যা আসার আগেই বাড়ির ভিটা, নলকূপ, টয়লেট যতদূর সম্ভব উঁচু করতে হবে। নিরাপদ স্থানে যাওয়ার পূর্বে বাসা বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে। খাদ্যশস্য ও বীজ নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে। গৃহপালিত পশুপাখি নিরাপদ স্থানে নিতে হবে। শুকনো খাবার মুড়ি, চিড়া, গুড়, চিনি সংরক্ষণ করতে হবে। বিশুদ্ধ খাবার পানি সংরক্ষণ করতে হবে। চুলা ও রান্নার জন্য শুকনা জ্বালানি সংরক্ষণ করতে হবে। বৃদ্ধ, শিশু, শারীরিক প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের ওপর বিশেষ নজর রাখতে হবে। শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। টাকা পয়সা, জমির দলিল, শিক্ষা সনদ, নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে। দূষিত পানি পান করা থেকে বিরত থাকতে হবে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকিরি ব্যবহার করে পানি পান করতে হবে। বন্যার পানিতে গোসল করা, জামা কাপড় ধোয়া যাবে না। বন্যার পানি নেমে যাওয়ার পর বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং জীবাণুনাশক ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। ময়লা আবর্জনা পরিষ্কার করুন। পয়ঃনিষ্কাশন লাইন মেইন্টেনেন্স করুন। বিত্তবানদের উচিত বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসা। এই বিপদে বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের প্রতি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেই আমাদের প্রত্যাশা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন